বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন: তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১

বর্তমান সময়ের তারকাদের অনেকেই সামাজিকমাধ্যমে বেশ সরব। বিশেষ করে ফেসবুকে প্রকাশ করেন কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। 
এবার নতুন এক পোস্টে সময়ের আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ লেখেন, ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’
ফারিণের ওই পোস্টে ৪০ হাজারের বেশি রিয়াকশন পড়েছে। এছাড়া প্রায় তিন হাজার মন্তব্য রয়েছে। তবে মন্তব্যের বেশিরভাগই নেতিবাচক। 
বলে রাখা যায়, সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে ফারিণের ‘মন গলবে না’ শিরোনামে গান। মূলত গানের প্রচারণায় ফারিণ লিখেছেন, ‘বেডা মানুষ চিট করলে কান্নাকাটি না করে নাচানাচি করবেন।’
‘মন গলবে না’ প্রকাশের মধ্য দিয়ে প্রযোজক নাম লিখিয়েছেন তাসনিয়া ফারিণ। ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে ফারিণের প্রযোজিত প্রথম গানটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশ পেয়েছে।
গানটি লিখেছেন গীতিকার কবির বকুল, আর সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন ফারিণ ও ইমরান দুজনই। ভিডিওতেও হাজির হয়েছেন তারা; নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ।