সংস্কার কমিশন

সুপ্রিম কোর্টের অধীনে বিচারিক সচিবালয় করার সুপারিশ

১৫ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫ | নতুনধারা

  ডেস্ক রিপোর্ট

দেশের অধস্তন আদালতকে ‘স্থানীয় আদালত’ নামকরণ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। কমিশন সুপারিশে আরও বলেছে, স্থানীয় আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলাসহ সব বিষয় সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত থাকবে। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিচারিক সচিবালয় প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সংস্কারের সুপারিশে এমন প্রস্তাব করা হয়েছে।
সুপারিশে বলা হয়েছে, কমিশন ‘অধস্তন আদালত’-এর পরিবর্তে ‘স্থানীয় আদালত’ ব্যবহারের প্রস্তাব করছে।
‘কমিশন সুপারিশ করছে যে, স্থানীয় আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, পদোন্নতি, ছুটি এবং শৃঙ্খলাসহ সব সংশ্লিষ্ট বিষয় সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত থাকবে। এই লক্ষ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিচারিক সচিবালয় প্রতিষ্ঠার সুপারিশ করছে। সংযুক্ত তহবিলের অর্থায়নে সুপ্রিম কোর্ট এবং স্থানীয় আদালতের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর এই সচিবালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।’
কমিশন আরও বলেছে, দেশের প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে সংবিধানে একটি বিধান অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন (জুডিশিয়াল অ্যাপয়েনমেন্টস কমিশন) গঠন করার প্রস্তাব করা হয়েছে।