শুধু পদত্যাগের দাবি নয়, আমার জানাজাও হয়ে গেছে

স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৬

শুধু পদত্যাগের দাবি ওঠেনি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। কিছু লোক আমার জানাজা ও দাফন করে ফেলেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করতেই একজন সাংবাদিক প্রশ্ন রাখেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালোই হতো তবে আপনার পদত্যাগের দাবি কি উঠতো? এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আপনি তো শুধু বললেন পদত্যাগ। আমার তো কুশপুতুল দাহ হয়েছে, দাফন হয়ে গেছে। পদত্যাগ চাওয়া তো কম হয়েছে। আমার তো জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পর জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।’