বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকালে শহরের থানা রোডের শ্যামলী রয়েল ইন আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম তানভিরুল ইসলাম আকিব (২৪)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বাড়ি বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে। তিনি স্থানীয় বুকাবুনিয়া মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলামের ছেলে।
পুলিশ, স্থানীয় সূত্র ও হোটেলের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, গত সোমবার সকাল ৬টায় শ্যামলী রয়েল ইন আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষ ভাড়া নেন আকিব। কাজের কথা বলে বেলা ১২টার দিকে হোটেল থেকে বের হয়ে যান। দেড়টার দিকে ফিরে আসেন। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। সোয়া ২টার দিকে হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে সদর থানায় খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে জানালার পর্দা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তানভিরুল ইসলাম আকিব আত্মহত্যা করেছেন। হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তিনি একাই হোটেলে যাতায়াত করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কী কারণে বগুড়ায় এসেছিলেন এবং কীভাবে মৃত্যু হয়েছে, সেসব বিষয়ে তদন্ত চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লাশ শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।