ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

চিকিৎসা পাচ্ছে না রোগীরা
সিলেট সংবাদদাতা
  ০৩ আগস্ট ২০২২, ১৪:২৪
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইন্টার্ন চিকিৎসকদের সড়ক অবরোধ।

সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। গুরুত্ব বিবেচনায় জরুরি ও হৃদরোগ বিভাগ ছাড়া আর কোনো বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। এই দুই বিভাগ ছাড়া হাসপাতালের সব ফটকে তালা দিয়েছেন ধর্মঘটকারীরা। মেডিকেল কলেজেও ঝুলছে তালা। 

হাসপাতালে কর্মরত অবস্থায় নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে ইন্টার্ন চিকিৎসকরা এই ধর্মঘট শুরু করেছিলেন গত সোমবার রাতে। আজ বুধবার তৃতীয় দিনে এসেও ধর্মঘট চলছে। ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সামনে  সড়ক অবরোধ করে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। 
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. আহমদ মুন্তাকিম চৌধুরী জানান, সব আসামি গ্রেপ্তার ও অন্যান্য দাবি পূরণ হলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। জরুরি বিভাগ ও হৃদরোগ বিভাগের গুরুত্ব বিবেচনায় তারা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।