হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডেউয়াতলি ফরেষ্ট ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দুইটি বেড রুমের আসবাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দুই লক্ষ টাকা। এঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পের দরজা জানালা বন্ধ করে ৩-৪জন উপকারি ভোগিদের সাথে বন প্রহরী দেওয়ান সেলিম ডিউটিতে বনের ভিতর চলে যান। রাত সাড়ে ১১টায় ক্যাম্পে ফিরে দেখেন দুইটি বেড রুমের কাচের জানালা ভাঙ্গা এবং আগুন ধোয়া বের হচ্ছে। তখন, বনের উপকার ভোগীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুটি বেড রুমের আসবাপত্র এবং একটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ঘটনার পরদিনে সকালে রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীয় হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা বলছেন, ফরেষ্ট ক্যাম্পে কারা আগুন দিয়েছে পুলিশি তদন্ত হলেই বেরিয়ে আসবে।
রঘুনন্দন রেঞ্জ অফিসার এইচ এম এরশাদ বলেন, গাছ সংশ্লিষ্ট বিষয়ে শত্রুতা বশত কেউ ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই কাজ ঘটিয়েছে। এ বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।