রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১

আহত ২০
ডেস্ক রিপোর্ট
  ১৯ জুলাই ২০২৫, ২১:২৪

রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিও বাজারের ওই ফিলিং স্টেশনের গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলছিল। হঠাৎ করে গ্যাস মজুতের ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক পুরুষ হাসপাতালে মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে গ্যাসের অতিরিক্ত চাপের সৃষ্টি হওয়াতে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।