মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আটক ১০ জন ইসরায়েলি জিম্মিকে শিগগির মুক্তি দেওয়া হবে। তবে কবে, কখন তাদের মুক্তি দেওয়া হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। খবর আল জাজিরার।
শুক্রবার রাতে হোয়াইট হাউসে আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের মধ্যস্থতায় তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের অগ্রগতি নিয়ে কথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি। খুব শিগগির আরও ১০ জন আসবেন এবং আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে।
গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুদ্ধবিরতি চুক্তি শিগগির হবে এবং বন্দিদের মুক্তি আসন্ন, কিন্তু বাস্তবে এমন কোনো কিছুই ঘটেনি।
এদিকে গাজাজুড়ে শুক্রবার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নতুন করে আরও কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জন ত্রাণের জন্য অপেক্ষা করছিল। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটে দিন কাটাচ্ছে। সেখানে প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকছে।
হামাস জানিয়েছে, গাজায় আটক থাকা বাকি সব বন্দিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে যদি কোনো চুক্তি না হয় তবে তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত।