গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল।
শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তাসনিম খলিল লেখেন, ‘গোপালগঞ্জবাসীর ওপর জুলুম বন্ধ করুন। তারা আমাদের ভাই-বোন, বাংলাদেশের নাগরিক।
তাদের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব।’
প্রসঙ্গত, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতায় ও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় চারটি মামলা দায়ের হয়েছে।
এ মামলাগুলোতে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখসহ ৩০০৮ জনকে আসামি করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ৩০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন।