জামায়াতকে নাম পাল্টানোর পরামর্শ ‍দিলেন ফরহাদ মজহার

ডেস্ক রিপোর্ট
  ২০ জুলাই ২০২৫, ০০:০২

জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানালেও দলটির নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার। 
শনিবার (১৯ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘জামায়াত নেতাদের আমি ভালোবাসি, কিন্তু যুদ্ধপরবর্তী বাংলাদেশে এই নামটি বজায় রাখা ঠিক হয়নি।’
তিনি মনে করেন, একাত্তরের ভূমিকার কারণে ‘জামায়াতে ইসলামী’ নামটি দেশের রাজনৈতিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ফরহাদ মজহার বলেন, ‘আপনারা যদি বারবার সেই স্মৃতি টেনে আনেন, তাহলে মুক্তিযুদ্ধবিরোধিতার সুযোগে শেখ হাসিনার মতো নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে।’
তিনি জামায়াত নেতাদের উদ্দেশে বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর এটা একটি ভালো সময়—নামের পরিবর্তনের মাধ্যমে নতুনভাবে এগিয়ে যাওয়ার।’ একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, তরুণদের ইসলামের প্রতি আগ্রহ থাকলেও জামায়াতের অতীত ভূমিকার কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে।
সভায় তিনি সেক্যুলার ও ধর্মীয় উভয় ফ্যাসিবাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর ডাক দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।