চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ লোকে লোকারণ্য হয়েছে। স্লোগানে স্লোগানে কাঁপছে চট্টগ্রাম নগরী। নগরীর বহদ্দারহাট থেকে পদযাত্রা করে বিপ্লব উদ্যানের সমাবেশে যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশের পর তাদের আরেক দফা পদযাত্রা কর্মসূচি পালনের কথা রয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে জমায়েতের পর পদযাত্রা শুরু করেন এনসিপি নেতাকর্মীরা।
বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল নিয়ে এগিয়ে যান নেতাকর্মীরা। দলটির হাজারো নেতাকর্মী এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার’- এ ধরনের নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
নারী নেত্রীদের নিয়ে দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে পদযাত্রার একেবারে সামনে হাঁটতে দেখা গেছে। পেছনের সারিতে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিনসহ অন্যরা। পদযাত্রা এগিয়ে যাবার সময় সড়কের দুই পাশে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। নাহিদ ইসলাম এ সময় বারবার হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
পদযাত্রা নগরীর বহদ্দারহাট থেকে মুরাদপুর হয়ে দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে সমাবেশস্থলের দিকে এগিয়ে যায়। এনসিপির নেতারা এ সময় মঞ্চ থেকে মুর্হুমুহু স্লোগান দিতে থাকেন। সমাবেশস্থলে আসা হাজারো মানুষের করতালি আর স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে চট্টগ্রামে এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রথম কর্মসূচি।
এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে নগর পুলিশ। পুলিশের নিয়মিত সদস্য, গোয়েন্দা টিমসহ প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াডও।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে ষোলশহর দুই নম্বর গেট পর্যন্ত এলাকায় সতর্ক অবস্থানে আছে পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, নিরাপত্তার স্বার্থে যা যা দরকার, সব করা হয়েছে।