মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সিসন ঢাকায়

নিজস্ব সংবাদদাতা
  ০৭ আগস্ট ২০২২, ১৩:৪২

মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। তিন দেশ সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছেন তিনি।
মিশেল জে সিসন রোববার (৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিশেল জে সিসন ২-১০ আগস্ট বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন। সফরকালে তিনি এসব দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা, শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।