বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ব্রিকস সংগঠনে যোগ দিতে আগ্রহী। আর এজন্য ব্রাজিলের সমর্থন চায় ঢাকা। এছাড়া পরিবহন খাতে বায়ো-ফুয়েলসহ কম দূষণকারী জ্বালানির ব্যবহারকে উৎসাহী করতে বাংলাদেশ ও ব্রাজিল পরস্পর সহযোগিতা, গবেষণা ও বিনিয়োগ করতে সম্মত হয়েছে।
রবিবার (৭ এপিল ) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।
একইসঙ্গে ঢাকায় ব্রাজিলের বিশেষজ্ঞদের নিয়ে ‘ইথানল সংলাপ’ করার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানিয়েছে ব্রাজিল।
জ্বালানি নিরাপত্তার গুরুত্বকে বিবেচনায় নিয়ে এ খাতে দূষণ কমানো এবং জ্বালানি রূপান্তরের বিষয়টিকে দুই দেশ স্বীকার করে নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী রবিবার সকালে ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানান। দুপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।
দক্ষিণ আমেরিকার বাণিজ্য সংগঠন মারকোসর এবং বাংলাদেশের মধ্যে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির বিষয়েও একসঙ্গে কাজ করতে প্রত্যয় ব্যক্ত করেছেন দুই মন্ত্রী।
এছাড়া আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগ, বহুপাক্ষিক সহযোগিতা, কৃষি খাত, পশুসম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই মন্ত্রী।
সফরে দুই দেশের মধ্যে বেসিক টেকনিক্যাল কোঅপারেশন চুক্তি সই হয়।
আন্তর্জাতিক সহযোগিতা
বাংলাদেশসহ আরও বেশ কিছু দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ব্রিকস সংগঠনে যোগ দিতে আগ্রহী। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘গ্লোবাল সাউথের একটি বলিষ্ঠ কণ্ঠ হিসেবে বাংলাদেশ বিভিন্ন ইস্যুতে ব্রিকসে অবদান রাখতে সক্ষম।’
তিন দেশীয় ফোরাম ইন্ডিয়া, ব্রাজিল ও সাউথ আফ্রিকার- ইবসা’য় যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে— যা ব্রাজিল স্বাগত জানিয়েছে। এ বিষয়ে অন্য দুই সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া জাতিসংঘের সংস্কারের বিষয়ে দুই দেশ একমত হয়েছে। নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার বিষয়ে ব্রাজিলের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।