বিচ্ছিন্ন সংঘর্ষের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন সম্পন্ন

ভোটের হার ৩৫%
নিজস্ব সংবাদদাতা
  ২৯ মে ২০২৪, ২৩:৫৩

কয়েকটি উপজেলায় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। এছাড়া জাল ভোটে সহায়তা করায় কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই ধাপের নির্বাচনে কম-বেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনেও ভোটার খরা দেখা গেছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে ১৬টিতে ইভিএমে এবং অন্যগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আজকের (বুধবার) নির্বাচন সন্তোষজনক হয়েছে। উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটা ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। সঠিক তথ্য পেতে আরও সময় (বৃহস্পতিবার পর্যন্ত) লাগবে।
ভোট কারচুপি ও অনিয়মের চেষ্টায় জড়িত ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানান সিইসি। এর মধ্যে দুজনকে কারাদ- দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়। যেখানে ভোটের হার প্রায় ৩৬ শতাংশ। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ২১ মে ভোট পড়ে প্রায় ৩৮ শতাংশ।
ব্যুরো প্রধান, নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষের মারামারিতে একটি কেন্দ্রে দুই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখে ইসি। অন্যদিকে পটিয়ায় উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল ও তার সহযোগী মো. ওয়াশিমকে কুপিয়েছে প্রতিপক্ষ। পৌরশহরের বাইরে ব্যাপক জাল ভোটের অভিযোগ ওঠে। তবে বোয়ালখালী ও চন্দনাইশের পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত।
নোয়াখালী : এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও ভোট থেকে সরে দাঁড়ান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় ওবায়দুল কাদেরের বাড়ির সামনে এ দুই প্রার্থী যৌথভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
জামালপুর : মাদারগঞ্জে ভোটকেন্দ্রের সামনে মোটরসাইকেল রাখায় রাব্বি নামের একজন থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। সকাল ৯টার দিকে মাদারগঞ্জ পৌরসভা রওসনারা বালীজুরি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ জরিমানা করা হয়।
বগুড়া : সদর উপজেলায় বরাদ্দ করা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মিল না থাকায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। তবে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়।
সাতক্ষীরা : সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ৬ ঘণ্টায় ভোট পড়ে ১৯১টি। উপজেলার চৌবাড়িয়া কেন্দ্রেও দুপুরে একই রকম চিত্র দেখা যায়। কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন- উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন।
মৌলভীবাজার : শ্রীমঙ্গলে ভোট গ্রহণের আগে ব্যালটে সিল মেরে রাখার অভিযোগে চার সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব। ওই চারজন হলেন- শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী এবং হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার দেব।
সিলেট : বিয়ানীবাজার উপজেলায় ব্যালট ছিনিয়ে নিয়ে জোরপূর্বক সিল দেওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিপেটা করে এবং ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে। দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।
রাজশাহী : পবা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের সমর্থক আব্দুল মোমিনকে ছুরিকাঘাত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক হোসেনের সমর্থকরা। বেলা ১১টার দিকে উপজেলার পারিলা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর কেন্দ্রটি ফাঁকা হয়ে যায়। আবদুল মোমিনের বাড়ি পারিলা চকপাড়া গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টা এবং মুঠোফোন নিয়ে কেন্দ্রে আসায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। কারাদ-প্রাপ্তরা হলেন বাঞ্ছারামপুর উপজেলা সদরের আলামিন মিয়া ও নজরুল ইসলাম এবং আশুগঞ্জের জহুরুল ইসলাম, তামিম সরকার ও পোলিং এজেন্ট কাজী মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ : দোয়ারাবাজার উপজেলার একটি কেন্দ্রে ছোরা নিয়ে প্রবেশ করায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে ছয় মাসের কারাদ- দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই এজেন্টের নাম মাসুক মিয়া, তিনি চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামের (জুয়েল) এজেন্ট।
ফেনী : সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে সেই ব্যালট হাতে নিয়ে ছবি তুলে ফেসবুকে প্রচার করায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মিশুকে আটক করা হয়।

নির্বাচনী অপরাধে ২০ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বিভিন্ন অপরাধ আমলে নিয়ে ২০ জনকে কারাদ-, অর্থদ- দিয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে কেউ কেউ এক মাসের, কেউ আবার ছয় মাসের কারাদ- পেয়েছেন। কেউ কেউ অর্থদ-ে দ-িত হয়েছেন। গতকাল ইসির আইন শাখা এ তথ্য জানিয়েছে। নির্বাচনে ২১ জনকে সংক্ষিপ্ত বিচার করেছেন বিচারিক ম্যাজিস্ট্রেটরা। এদের মধ্যে একজন খালাস পেয়েছেন অভিযোগ থেকে। অন্যরা বিভিন্ন মেয়াদে অর্থদ- ও কারাদ- পেয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রথম চার ঘণ্টায় গড়ে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে মনে করছে ইসি। ইসি সচিব মো. জাহাংগীর আলম দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকাল থেকে অ্যাপে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে আমরা ম্যানুয়ালি ভোটের হারের তথ্য সংগ্রহ করছি। কোথাও ১৬, কোথাও ১৭, কোথাও ২০ পারসেন্ট ভোট পড়েছে। এ পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী গড়ে ২০ পার্সেন্টের নিচে ভোট পড়েছে।