হবিগঞ্জের করাঙ্গী নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

নিজস্ব সংবাদদাতা
  ৩১ মে ২০২৪, ১১:৫৪

হবিগঞ্জের বাহুবল উপজেলায় করাঙ্গী নদীর বাঁধ ভেঙে দুটি গ্রাম সন্তোষপুর ও নিজগাঁও প্লাবিত হয়েছে।  বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নিজগাঁও এলাকায় করাঙ্গী নদীর পশ্চিমপাড়ের বাঁধে ফাটল দেখা দেয়।
এরপর অল্প সময়ের মধ্যেই বাঁধের প্রায় ২০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে যায়। রাতে সন্তোষপুর ও নিজগাঁও গ্রাম প্লাবিত হয়। ফলে গ্রামের লোকজন পানিবন্দি অবস্থায় রয়েছেন।  
এ তথ্য নিশ্চিত করে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার জামান নাসির জানান, পার্শ্ববর্তী ওলিপুর গ্রামের দিকেও নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় সেটিও ভেঙে যেতে পারে।  
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসানের ব্যবহৃত সরকারি মোবাইলফোন নম্বরে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।