৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত 

ডেস্ক রিপোর্ট
  ০৮ জুন ২০২৪, ১৩:৫৯

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। ৮ জুন (শনিবার) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে ফেরত পাঠায়।  
ফেরত আসা তিন বাংলাদেশি জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। সেখানে কয়েক মাস কারাগারে থাকার পর গতকাল রাতে বিএসএফ তাদেরকে গাড়িতে করে মুজিবনগর সীমান্তের ওপারে নিয়ে আসে। ভোর রাতের দিকে কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদেরকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। এসময় তারা পায়ে হেঁটে সীমান্তের মাঠ পেরিয়ে মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে পৌঁছায়। সেখান থেকে বাসযোগে নিজ বাড়ি ফিরে যান তারা। 
এর আগে, গত ৩ মার্চ নারী পুরুষসহ ১৪ জনকে একই সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
এ বিষয়ে জানতে চাইলে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার কোনো মন্তব্য করতে রাজি হননি।