ভোটে বাংলাদেশি আমেরিকানদের পাশে চান মামদানি

ডেস্ক রিপোর্ট
  ২০ জুলাই ২০২৫, ১৩:৪৪

জোরান মামদানি বলেছেন, বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তার পক্ষে প্রতিটি ভোটারের ঘরে গেছেন বলেই মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।
নিউ ইয়র্ক সিটির চূড়ান্ত নির্বাচনে বাংলাদেশি আমেরিকানদের পাশে চেয়েছেন ডেমোক্র্যাটিক প্রাইমারি জয়ী মেয়র পদপ্রার্থী জোরান মামদানি।
তিনি বলেছেন, বাংলাদেশি কমিউনিটির সদস্যরা তার পক্ষে প্রতিটি ভোটারের ঘরে গেছেন বলেই মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। মেয়র পদে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি বলে ওই সময় সবাইকে সতর্ক করে দেন পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস।
জ্যামাইকায় ‘মাইনোরিটি সলিডারিটি ইন সলিডারিটি ভোট’ নামের সংগঠনের আয়োজনে ফান্ড সংগ্রহ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
জ্যামাইকার হেউড রোডের এ বাড়িতে শুক্রবার সন্ধ্যার পরই আসেন মেয়র পদপ্রার্থী জোরান মামদানি।
ওই সময় উল্লাস প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সিটি মেয়রকে শুভেচ্ছা জানান উপস্থিত বাংলাদেশি অ্যামেরিকানরা।
আগামী ৪ নভেম্বর সিটি নির্বাচনকে সামনে রেখে তহবিল সংগ্রহ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে মাইনোরিটি সলিডারিটি ইন সলিডারিটি ভোট নামের সংগঠনটি।
ওই সময় সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস অংশ নিলে অনষ্ঠানে যোগ হয় নতুন মাত্রা।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ের জন্য আবারও বাংলাদেশি কমিউনিটির প্রতিটি সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মামদানি। রাজনীতির বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
সিটি নির্বাচনে মেয়র হিসেবে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন মামদানি।
সিটির ভোটের যুদ্ধ এখনও শেষ হয়নি জানিয়ে সবাইকে সতর্ক করেন জুমানে উইলিয়ামস।
এ লড়াইয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।
জোরান মামদানি ও পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামসের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশি অ্যামেরিকানরা।