আটলান্টিক সিটিতে বিএএসজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২২ জুলাই

ডেস্ক রিপোর্ট
  ১৩ জুলাই ২০২৫, ১৫:৩২


যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি–আমেরিকান শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)। আগামী ২২ জুলাই আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলার অংশ হিসেবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
আয়োজক সূত্রে জানা যায়, সাউথ জার্সির বিভিন্ন স্কুলের প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেড পর্যন্ত যেসব বাংলাদেশি–আমেরিকান শিক্ষার্থী 'এ অনার রোল' অর্জন করেছে, তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হবে।
আয়োজক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশে সহায়তা করাই আমাদের এই আয়োজনের উদ্দেশ্য।’
সংবর্ধনা আয়োজক কমিটির প্রধান আবু জাহিদের নেতৃত্বে মো. মনিরুজ্জামান, মাহমুদ শাহ, মহসিন আল মামুনসহ অনেকে অনুষ্ঠানটি সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী এ আয়োজন কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।