চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা কোরবানির ঈদের পর অনুষ্ঠিত হবে। তবে কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা চূড়ান্ত হয়নি।
জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে কোরবানির ঈদের পরে অর্থাৎ জুন মাসের শেষ দিকে আয়োজন করা হতে পারে। চলতি মাসের শেষ দিকে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করা হবে।
প্রসঙ্গত, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার দুই মাস পর সারাদেশে এইচএচসি ও সমমান পরীক্ষা শুরু হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপর রয়েছে ব্যবহারিক পরীক্ষা। সেই হিসেবে মে মাসের শেষ নাগাদ পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে শিক্ষা বোর্ডগুলোর সব আনুষ্ঠানিকতা শেষ করার উপর নির্ভর করছে। সব মিলিয়ে জুনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কোরবানির ঈদের পরে হতে পারে।