নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ’র বিশাল বনভোজন

ডেস্ক রিপোর্ট
  ১৯ জুলাই ২০২৫, ১৪:২৩

নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ১৩ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমাবাসী’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা। সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ’র আয়োজনে স্মরণকালের বৃহৎ এ বনভোজনে নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাটে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমাবাসী পরিবার পরিজন নিয়ে দিনভর এফডিআর স্টেট পার্কে নানান আনন্দ আয়োজনে মেতে ওঠেন। আয়োজকরা জানান, আমেরিকার মাটিতে গৌরবময় বাঙালী সংষ্কৃতির আবহে প্রতি বছর তারা আয়োজন করে আনন্দঘন বার্ষিক বনভোজন। বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সমেবত হয়েছিলেন এই আয়োজনে। বনভোজনটি পরিনত হয় সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলায়। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী গল্প-গুজব, মজাদার খাবার, বিনোদন, আড্ডা আর কুশল বিনিময়ে উপভোগ করেন দিনটি।
এদিন সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে নাস্তা পরিবেশন করা হয়। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আলী আসগরের সভাপতিত্বে এবং আহ্বায়ক বিলাল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমন্বয়কারী সাহেদ আহমেদ, সদস্য সচিব মারুফ রশিদ ও যুগ্ম সদস্য সচিব নুমান আহমেদ। এই বনভোজন ও মিলন মেলায় বিভিন্ন দায়িত্বে ছিলেন রেজাুল হক রুহেল, কামরুজ্জামান খান জামান, তারিন চৌধুরী, তৌহিদ ইসলাম সজিব, মোস্তাকুর রহমান লিটন, তৌহিদ খান ইমন, মারুফ আহমেদ, আশফাক চৌধুরী জামি, মোহাক্কেম খান, রেজাউল ইসলাম রেজা, ফাহিম আহমেদ, তাহের আহমেদ রুমেল, মাহবুব মামুন, মশাহ আবু সাঈদ, মাহফুজ আহমেদ মিঠু, অলিউল ইসলাম তুরন, মছনুর রহমান, রাসেল আহমেদ, সালমান খান, ফারহান আহমেদ, ইমরান উদ্দিন, সাবের আহমেদ, নাজিরুল ইসলাম সুমন, মল্লিক মুন্না, হাবিব খান, আলী ইবনে সামী প্রমুখ।
উপদেষ্টাদের মধ্যে ছিলেন মো. ফখরুল ইসলাম (মাছুম), প্রফেসর আব্দুল কাইয়ুম, ইস্তিয়াকুল হোসেন, আনসার উদ্দিন আহমেদ, মোস্তাকিম খান, মহিউদ্দিন খান (মাছুম), নুরুজ্জামান চৌধুরী, মঈনুল হক চৌধুরী, খলিলুর রহমান, কবি জালাল উদ্দিন রুমি প্রমুখ। বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে ছিল বিভিন্ন খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু-কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা-পুরুষদের আকর্ষণীয় ইভেন্ট। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। মধ্যাহ্ন ভোজে ছিল গোল্ডেন প্যালেস ক্যাটারিংয়ের নানা স্বাদের খাবারের আয়োজন।
উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র‌্যাফেল ড্র’র উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ছিল : ১ম পুরস্কার নিউইয়র্ক-দক্ষিণ সুরমা-নিউইয়র্ক- এয়ার টিকেট (গোল্ডেন প্যালেস ক্যাটারিং), ২য় পুরস্কার আইফোন ১৬ প্রো ম্যাক্স (স্টারলিং ফার্মেসী), ৩য় পুরস্কার নিউইয়র্ক-লন্ডন-নিউইয়র্ক ৯হালাল বী’স), ৪র্থ পুরস্কার ৭৫ ইঞ্চি টিভি (রুনা বেগম, সানওে হোম কেয়ার), ৫ম পুরস্কার লেপটপ (আহাদ আলী সিপিএ) সহ ১২ টি বিশেষ পুরস্কার ছিল। রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।
বনভোজন আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ মিলন মেলার আয়োজন সম্ভব হয়েছে। এবারের বনভোজনে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহন করেন। বিশাল এ চমৎকার আয়োজনে আন্তরিক আতিথিয়তার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান অতিথিরা।