‘বাকের আলীর আদুরে মেয়ে গুলবাহারে’ মজেছেন শ্রোতারা

বিনোদন ডেস্ক
  ১৬ জুলাই ২০২৫, ২৩:৩৬

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করলেই বেজে উঠছে ‘বাকের আলীর আদুরে মেয়ে, নাম ছিল তার গুলবাহার।’ মাস দুয়েক আগে প্রকাশিত হয়েছে গানটি। নানা বয়সী শ্রোতা-দর্শক ‘গুলবাহার’-এ মজেছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার। যৌথভাবে শুভেন্দু দাস শুভ’র সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।
গত ১৭ মে গানটি প্রকাশিত হয়েছে। তবে সপ্তাহখানেক ধরে টিকটক, রিলসে গানটি ছড়িয়ে পড়েছে।
এটি নির্বাসিত ভালোবাসার এক অপূর্ণ যাত্রার প্রতিচ্ছবি। গানের সুর গেয়ে ওঠে এক নিরাশ হৃদয়ের কথা, যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে। সেই গুলবাহার, যার রূপ এতটাই মুগ্ধকর যে তার পাশে তারারাও ম্লান হয়ে যেত। 
যে সৌন্দর্য কোনো শব্দে বর্ণনা করা যেত না, তা-ই যেন জীবন্ত হয়ে উঠেছে এই গানে। প্রতিটি রূপকথার মতোই, এই গল্পের শুরুটাও ছিল প্রথম দেখার সেই মন্ত্রমুগ্ধ করা মুহূর্ত দিয়ে। আর শেষটা হলো কিছু দুর্ভাগ্যজনক মোড়ে, যা ভালোবাসাকে এনে দিয়েছে এক অপূর্ণ পরিণতি।
গানটি শুনে মুগ্ধতার কথা জানিয়েছেন শ্রোতারা। ফাতিন ফাইয়াজ নামের এক শ্রোতা ইউটিউবে লিখেছেন, ‘এই গানের প্রতিটা শব্দ যেন চোখের সামনে একটা গল্প এঁকে দেয়। গুলবাহার নামটার মধ্যেই যেন এক অদ্ভুত নস্টালজিয়া লুকিয়ে আছে। প্রেম, যন্ত্রণা আর ভালোবাসার মিশেলে এমনভাবে ফুটে উঠেছে, যা খুব কম গানে দেখা যায়। এককথায় মাস্টারপিস।’
আরেকজনের কথায়, ‘কি চমৎকার! এই প্রথমবার নিজের দেশের তরুণ একজন শিল্পীর গান বারংবার শুনলাম। গানের কথাগুলো কি দারুণ।’
শবনম আশা নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘পুরান ঢাকা থেকে লাল বাসে চড়ে বাসায় ফিরছি! পথেই পেয়ে গেলাম গুলবাহারকে! বহুদিন পর একটা অ্যাস্থেটিক গান শুনছি মনে হচ্ছে।’
গানের ভিডিও চিত্রে ‘গুলবাহার’ চরিত্রের অভিনেত্রীর মুখ দেখানো হয়নি। বিষয়টি নিয়ে হৃদয় নামের এক দর্শক লিখেছেন, ‘এই গানে ‘গুলবাহার’-এর চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন। যাকে দেখা যায় না, কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে সুরজুড়ে!’
গানটি লিখেছেন ও সুর করেছেন ইশান মজুমদার। এর সংগীত আয়োজন ও প্রযোজনায় ছিলেন শুভেন্দু দাস শুভ। গানের মিক্স ও মাস্টারিং করেছেন ইফতে খায়েরুল আলম শুভ।
এর আগে ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’ গানে পরিচিতি পেয়েছেন ঈশান মজুমদার।