কার মদদে বিয়ে করেছেন অভিষেক-ঐশ্বরিয়া
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৭ | নতুনধারা
বিনোদন ডেস্ক
বলিউডের অন্যতম তারকা দম্পতি অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্সের গুঞ্জন নিয়ে অনেকদিন থেকেই ব্যস্ত নেটিজেনরা। এদিকে এরই মধ্যে প্রকাশ পেলো এ তারকা দম্পতির বিয়ের ঘটকের পরিচয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি আগের পর্বের ভিডিও। সেখানে জানা যায়, ঐশ্বরিয়াকে বিয়ে করার জন্য নাকি অভিষেককে মদদ বা পরামর্শ দিয়েছিলেন নির্মাতা করণ জোহর ।
ভিডিওটিতে দেখা যায়, করণ অভিষেককে মনে করিয়ে দিচ্ছিলেন যে, ঐশ্বরিয়াকে বিয়ে করার কিছুটা কৃতিত্ব তারও। তারপরেই সঙ্গে সঙ্গে অভিষেককে বলতে শোণা যায়, ‘করণই আমার মাথায় ঢুকিয়েছিল, ঐশ্বরিয়াকে বিয়ে করা উচিত। ও আমাকে বলতে থাকত, “ঐশ্বরিয়া অসাধারণ। তোমাদের দু’জনকে একসঙ্গে খুব সুন্দর মানাবে।” করণকে ধন্যবাদ এই সহায়তার জন্য।’
২০০৬ সালে ‘উমরাও জান’ সিনেমার সময় সাবেক বিশ্বসুন্দরীর প্রেমে পড়েছিলেন অমিতাভপুত্র। তার পরের বছরই অর্থাৎ ২০০৭-এর ২০ এপ্রিল মাসে ধূমধাম করে বিয়ে করেন এ তারকা জুটি। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার কোলে আসে আরাধ্যা বচ্চন।