‘আফসোস নেই আমার’

২৮ অক্টোবর ২০২৪, ১২:২৯ | নতুনধারা

  বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী ‌‍‌‌আজমেরী হক বাঁধন। দেশের ‘রেহানা’ থেকে বলিউডের ‘খুফিয়া’- অসাধারণ অভিনয় দিয়ে মন জয় করেছেন দেশ-বিদেশের দর্শকদের। বরাবরই যিনি নিজেকে ভেঙে নতুন রূপে হাজির করেছেন। বয়সের হিসাবে চার দশক পার করে আজ একচল্লিশে পা দিয়েছেন এ অভিনেত্রী। গত চল্লিশ বছরের জীবনযুদ্ধে রয়েছে এ অভিনেত্রীর সফলতা ও হতাশার গল্প।
বাঁধন বলেন, ‘আশা, আনন্দ এবং শান্তি নিয়ে আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর চার দশক পার করতে পেরেছি, তাতে অনেক খুশি। তবে গত দশকগুলো এত বিভ্রান্তিকর ছিল এবং অন্যদের খুশি করার চেষ্টা করেই বেশির ভাগ সময় নষ্ট করেছি। অতীত জীবনের পরতে পরতে আসা আঘাত, অন্যায় ও যন্ত্রণা আমাকে আজকের বাঁধন করেছে। সেই সঙ্গে করেছে সাহসী, দিয়েছে চলার অফুরন্ত প্রাণশক্তি। তাই জীবনের এ পর্যায়ে এসে কোনো আফসোস নেই আমার, আর রাখতে চাই না।’
জন্মদিন নিয়ে বাঁধন বলেন, “১৯৮৩ সালে আমার জন্ম। যদিও এ ধরণিতে আমি ৪০ বছর শ্বাস নিয়ে চলেছি, কিন্তু সত্যিকার অর্থে আমার জীবন শুরু হয় ২০১৭ সালে। যখন এ সমাজ আর পরিবারের ঠিক করে দেওয়া ‘আদর্শ নারীর’ পরিচয় হারালাম, তখনই আসলে আমার জীবন শুরু। এরপর কেটে গেছে অনেক বছর। এখন আমি জানি জীবন এবং নিজের কাছে আমার কী প্রত্যাশা। এটাই আসল শান্তি। আমি বিশ্বাস করি, নিষ্ঠুর পৃথিবীতে শান্তিতে থাকাই সবচেয়ে কঠিন বিষয়।”
তবে বর্তমান জীবন নিয়ে বাঁধন অনেক খুশি। তিনি বলেছেন, ‘প্রতিদিনের চ্যালেঞ্জ উপভোগ করছি। সবকিছুর মধ্যে ভালো দিক হলো, আমার জীবন ও নতুন যাত্রা নিয়ে আমি ভালো আছি।’ জন্মদিনে নেই তেমন কোনো আয়োজন। অন্য দিনের মতোই স্বাভাবিকভাবেই কাটবে এ দিনটি এমনটাই জানালেন এ অভিনেত্রী।