নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে এই ফোনে

প্রযুক্তি ডেস্ক
  ০৬ জুলাই ২০২৫, ২৩:১৪

ফোনে নেটওয়ার্কের সমস্যায় পড়েন না এমন মানুষ বোধহয় কমই আছেন। জরুরি মুহূর্তে দেখা যায় কল করতে পারছেন না এই সম্যসার কারণে। তবে এবার টেকনো এমন একটি ফোন এনেছে বাজারে যেখানে নেটওয়ার্ক নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কারণ নেটওয়ার্ক না থাকলেও ফোন থেকে কল করতে পারবেন।
টেকনো স্পার্ক গো ২ ফোন। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। টেকনো সংস্থার এই ফোনে ইউনিসওক টি৭২৫০ চিপসেট রয়েছে। যার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনে রয়েছে টেকনোর ইল্লা এআই অ্যাসিসট্যান্ট। এখানে একাধিক ভাষার সাপোর্ট রয়েছে।
টেকনো স্পার্ক গো ২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে আরও একটি সেকেন্ডারি সেনসর রয়েছে যার ক্যামেরা মেগাপিক্সেল জানা যায়নি। ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
নেটওয়ার্ক না থাকলেও টেকনোর এই ফোনের সাহায্যে ফোন করা যাবে। এই ফোনে ফ্রি লিঙ্ক অ্যাপের সাপোর্ট রয়েছে। এর সাহায্যেই সেলুলার কানেক্টিভিটি না থাকলেও ইউজাররা ফোন করতে পারবেন। টেকনো সংস্থার একটি স্পার্ক গো ২ ফোন থেকে আরেকটি স্পার্ক গো ২ ফোনে এই পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও পোভা সিরিজের ফোনে এই সুবিধা পাবেন। দুটো পোভা সিরিজের ফোনের মধ্যেও এই পরিষেবা পাওয়া যাবে।
টেকনো স্পার্ক গো ২ ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ এই ফোন ধুলা এবং পানিতে সহজে নষ্ট হবে না। ইঙ্ক ব্ল্যাক, ভেইল হোয়াট, টাইটেনিয়াম গ্রে এবং টার্কওয়াইজ গ্রিন- এই চার রঙে টেকনো স্পার্ক ২ ফোন ভারতে লঞ্চ হয়েছে। ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬ হাজার ৯৯৯ রুপি মাত্র।

সূত্র: গ্যাজেট ৩৬০