মিয়ানমারে বিদ্রোহীদের সংঘর্ষে ভারতে শরণার্থীর ঢল

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ জুলাই ২০২৫, ০০:০০

মিয়ানমারে প্রতিদ্বন্দ্বী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার শরণার্থী পালিয়ে ভারতে প্রবেশ করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে এরই মধ্যে অন্তত চার হাজার মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
সোমবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমকে দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, গত ২ জুলাই থেকে মিয়ানমারের চিন রাজ্যে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালনগোরাম (সিডিএল-এইচ)-এর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তীব্র সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই সীমান্ত পেরিয়ে শরণার্থীদের ঢল নামে।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রথমে সীমান্তবর্তী কয়েকজন এসেছিলেন। কিন্তু যখন সংঘর্ষ বেড়ে যায় ও সীমান্তের কাছাকাছি চলে আসে, তখনই হাজার হাজার মানুষ পালাতে শুরু করেন।
শুধু চামফাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামেই রোববার রাত পর্যন্ত অন্তত ৩ হাজার ৯৮০ শরণার্থীর অবস্থান রেকর্ড করা হয়েছে।
মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা শরণার্থীদের আগমন নিশ্চিত করে বলেন, সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আমাদের সীমানায় এসেছে এবং মানবিক কারণে আমাদের তাদের জন্য খাবার, পানীয় ও আশ্রয়ের ব্যবস্থা করতে হচ্ছে।
তবে তিনি আশ্রয়প্রার্থীর সংখ্যা তিন হাজার বলে জানিয়েছেন, যা সরকারি রেকর্ডে উল্লেখিত সংখ্যার তুলনায় কিছুটা কম।
২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিজোরামে শরণার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীন রাজ্যের সঙ্গে সীমান্ত লাগোয়া এবং চিন জাতিগোষ্ঠীর সঙ্গে মিজো জনগণের নিকট আত্মীয়তা থাকায় এই অঞ্চল দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে।
মিয়ানমার সামরিক সরকারের পক্ষ থেকে এবারের সংঘর্ষ ও শরণার্থীদের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স