ভারতের রাজস্থানে বুধবার (৯ জুলাই) ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী।
জানা গেছে, দুই সিটের যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল এবং এটি রাজস্থানের সুরতগড় এয়ার ফোর্স বেজ থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনায় কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, আমরা দুই সাহসী পাইলটের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি। এ ঘটনায় একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এটি চলতি বছরে ভারতের তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে, গত ৭ মার্চ হরিয়ানার পানচকুলা ও ২ এপ্রিল গুজরাটের জামনগরে আরও দুটি জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল।
গুজরাটের দুর্ঘটনায় সিদ্ধার্থ যাদব নামে এক পাইলট নিহত হন। যুদ্ধবিমানের আরেক পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।
জাগুয়ার হচ্ছে একটি টুইন-ইঞ্জিন বিশিষ্ট বোমারু যুদ্ধবিমান। এর এক ও দুই সিট উভয় সংস্করণ রয়েছে। যদিও এটি তুলনামূলক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনীতে যুদ্ধবিমানটি এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে ভারতের প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।
সূত্র: এনডিটিভি