ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে কড়া সতর্কবার্তা ওমানের গ্র্যান্ড মুফতির

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুলাই ২০২৫, ২৩:২৩

ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খালিলি ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি এটিকে 'মেয়াদোত্তীর্ণ কর্তৃত্বের' সঙ্গে 'হেরে যাওয়া চুক্তি' হিসাবে বর্ণনা করেছেন।
এক্স-পোস্টে একটি বিবৃতিতে আল-খালিলি লিখেছেন, 'যারা একটি বিলুপ্ত সত্তা এবং মেয়াদোত্তীর্ণ কর্তৃত্বের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে থাকে, তারা কীভাবে এটিকে আঁকড়ে ধরে আছে? তারা কি ভয় পায় না যে, স্বাভাবিকীকরণ হবে কেবল একটি হেরে যাওয়া চুক্তি? কী বিপর্যয়!'
তিনি আরও বলেন, 'এটা অদ্ভুত যে, কিছু দেশ জায়নবাদী শত্রুর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, অথচ তারা নিজেরাই দেখতে পাচ্ছে যে, এই সত্তাটি বিলুপ্ত হচ্ছে এবং এর জনগণ তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী।'
এই বিবৃতিটি প্রথমবারের মতো ওমানের গ্র্যান্ড মুফতির ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য।
২০২০ সালে বিতর্কিত আব্রাহাম চুক্তির পর থেকে - যে যুক্তিতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং মরক্কো সম্পর্ক স্বাভাবিক করে তোলে, আল-খালিলি একাধিকবার জোর দিয়ে বলেছেন, ইহুদি দখলদারিত্বের সাথে সম্পর্ক স্থাপন জাতির সাথে বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের ওপর ছাড় দেওয়া।
আল-খলিলির মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মন্তব্যকারীরা তার দৃঢ় এবং সাহসী অবস্থানের প্রশংসা করেন। অন্যরা তাকে 'জাতির বিবেকের কণ্ঠস্বর' বলেও অভিহিত করেছেন। আবার কেউ কেউ উল্লেখ করেছেন, অন্যান্য সরকারী ধর্মীয় নেতারা এই বিষয়ে নীরব ছিলেন।
২০২৩ সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আল-খালিলি ফিলিস্তিনের সমর্থনে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে সমস্ত আগ্রাসন প্রত্যাখ্যানের পক্ষে সোচ্চার ছিলেন।
এই ধর্মীয় নেতা ইসলামী দেশগুলোকে ফিলিস্তিনের সাথে 'একটি বাস্তব অবস্থান' গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং কেবল প্রার্থনা ও প্রতীকী সংহতিতে সন্তুষ্ট না থাকার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে ওমানের কূটনৈতিক বিষয়ক আন্ডারসেক্রেটারি শেখ খলিফা বিন আলী বিন ইসা আল-হার্থি বলেছিলেন, তাদের দেশ ইসরায়েলের সাথে কোনো চুক্তির সম্ভাবনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।