ইরাকের পূর্বাঞ্চলীয় শহরে শপিং মলে আগুন, নিহত ৫০

ডেস্ক রিপোর্ট
  ১৭ জুলাই ২০২৫, ১১:৫৫

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এর একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম আইএনএ’র বরাত দিয়ে খবর আল আরাবিয়ার।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি বার্তা সংস্থা আইএনএ-কে জানান, বুধবার রাতে একটি বড় শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে যে, রাতভর আল-কুতের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে, যেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে ভিডিওগুলো যাচাই করতে পারেনি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।