পর্দার আড়ালে
সেলিনা পারভীন
বিশ্বাস অবিশ্বাসের খেলা
রীতি মতো জমে উঠেছে
পর্দার আড়ালের মেলা
ভুল ত্রুটি নেই কারো
যে যেমন ইচ্ছে মতো
সত্য মিথ্যার দেয়াল ভেঙে
রঙিন স্বপ্ন দেখতে পারো
পর্দার আড়ালে মেতে উঠেছে
লাল নীল সবুজ রঙের মেলা
কাফনের সাদা কাপড় উঠবে গায়ে, শুভ্রতায় পবিত্রতা নিয়ে
পর্দার আড়ালে কি লাভ থেকে
মন গড়া সব নাটক করে
চলবে না কোনো জুড়িজারি
দেহ খানি রবে মাটিতে লুটায়ে
কিসের হিসাব নিবে তুমি
পর্দার আড়ালে বসে বসে
কি সুন্দর কত ধূর্ত সে
হাসি মুখে ছলনা করে
পর্দার আড়াল উত্তজীবিত রেখে
নাটকের পর নাটক করে
বিশ্বাসের ঘরে আগুন দিয়ে
কি লাভ হলো বুঝেনি সে
ছোট মনের পরিচয়ে
পরিচিত এখন থেকে
পর্দার আড়াল থেকে
রাজনীতির চাল চলে।