
অস্তে যাওয়া দিন
দিলরুবা খানম
আজ প্রভাতের মন কুয়াশায়
ইচ্ছে গুলোর মন ভালো নাই,
শূন্য খাতায় লিখছি কি হায়
ঝাপসা চোখে সব মুছে যায়
সূদুর দূরে কই চলে যাও?
পাতা ঝরার শব্দ কি পাও?
একটি আমার একলা আকাশ
মেঘ হবো আর হইবো বাতাস,
যেথায় যাবে যাওতো দেখি,
ছায়া হয়ে রাখবো ঢাকি।
অপেক্ষায় প্রহর যাবে
সময় গুলো দিন হারাবে,
তবু প্রভাত হবে জানি হেথায়
দিনটি আমার অস্তে যে যায়।