শিশুসাহিত্যে ‘পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জুলফিকার শাহাদাৎ

সাহিত্যে ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২৬, ২২:৪২

শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাপড়ি-করামত আলী সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন জুলফিকার শাহাদাৎ।  সৃজনশীল লেখা, কল্পনাশক্তি ও শিশুদের মানস গঠনে ইতিবাচক ভূমিকার জন্য এবছর তাকে এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।
শিশুদের জন্য গল্প, ছড়া ও কিশোর উপযোগী সাহিত্যে জুলফিকার শাহাদাৎ দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সৃজনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার রচনায় শিশুমনের সরলতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক শিক্ষার সুষম প্রতিফলন ঘটে, যা পাঠক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়।  জুলফিকার শাহাদাৎ এর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৬ টি।