ভয়ের সাজে মজার মুহূর্ত—মিজুলার হ্যালোইন উৎসব সবাইকে মাতিয়ে তুলেছিল।
গিটার হাতে দুই কঙ্কালের সাজ—হ্যালোইনের মঞ্চে মজার এক পরিবেশনা
ঘরের সামনে জালের সাজ আর ঝুলন্ত ডাইনির পুতুল—
ভুতুড়ে মুখের কুমড়ো সাজানো ছোট্ট বাড়ির সিঁড়িতে—পাড়ার বাচ্চাদের সৃজনশীল হাতের কাজ।
ভয় নয়, আনন্দই হ্যালোইনের আসল রূপ—মিজুলায় উৎসব ছুঁয়েছে প্রতিটি বাড়ির দরজা
বারান্দা ভরে উঠেছে কুমড়োর হাসিতে—মিজুলায় হ্যালোইনের প্রস্তুতি শেষ মুহূর্তে।
মিজুলার এক বাড়ির বারান্দা জুড়ে হ্যালোইনের কুমড়ো প্রদর্শনী।
হ্যালোইনের রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে মিজুলার অলিতে-গলিতে।
ঠান্ডা সন্ধ্যায় কুমড়ার আলোয় মিজুলার বাড়িগুলো
কঙ্কালের সাজ, হ্যালোইনের আসল রূপ—মিজুলায়।