ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পতন, বহু শহরের প্রতিক্রিয়া

superadmin

  ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:২৩

ব্রুকলিন বরোর মেট্রোপলিটন ডিটেনশন ফ্যাসিলিটির সামনে ভেনেজুয়েলার পতাকা হাতে সে দেশের নাগরিকেরা।

নিকোলা মাদুরোকে আটকের খবরে ভেনেজুয়েলার পতাকা হাতে দেশটির একজন নাগরিক।

মার্কিন বাহিনী নিকোলা মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর কলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্ত ক্রসিংয়ে সতর্ক প্রহরায় একজন কলম্বিয়ান সেনা।

মার্কিন বাহিনী নিকোলা মাদুরোকে আটক করার পর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের প্রতিকৃতি হাতে সান্তিয়াগোতে মার্কিন দূতাবাসের সামনে অনেকেই বিক্ষোভে অংশ নেন।

নিকোলা মাদুরো আটক হওয়ার পর জ্বালানি নেওয়ার জন্য একটি পেট্রল স্টেশনে মোটরসাইকেলচালকদের দীর্ঘ সারি

মার্কিন বাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে আটক করার পর দেশটির পতাকা গায়ে দিয়ে কাঁদছেন এই ব্যক্তি।

নিকোলা মাদুরো আটক হওয়ার খবরে হতবাক পতাকা আঁকা এই নারী।