
চলতি বছরে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৩৫ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান মাসের প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। খবর গালফ নিউজের।
ইসলামের এক গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর বা শবে কদর, যা রমজানের শেষ ১০ রাতের য কোনো এক রাতে পালন করা হয়। এ রাতে মুসলমানরা বিশেষভাবে দোয়া ও ইবাদত করেন, কারণ এটি সেই রাত যখন পবিত্র কোরআন নাজিল হয়।
২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।
মুসলিমদের জন্য, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং আধ্যাত্মিক পবিত্রতার অংশ। তবে রমজান কোন মৌসুমে পড়বে, তার উপর নির্ভর করে রোজা রাখার অভিজ্ঞতা ভিন্ন হয়ে থাকে।
হিজরি সনের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং তা চাঁদ দেখার ওপর ভিত্তি করে গণনা করা হয়। বর্তমানে হিজরি মাস রজব চলছে।