
বিশ্বকাপ ফুটবলের ট্রফি দেখা যে কোনো ফুটবলারের আরাধ্য। বিমানবন্দরে ট্রফি নামার পরই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আজ খুব কাছ থেকে দেখেছেন ট্রফি। ২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব প্রদক্ষিণ করছে। এরই অংশ হিসেবে আজ ঢাকায় এসেছে।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফুটবলার ও ট্রফি একসঙ্গে পেয়ে বেশ অভিভূত জামাল, ‘এক্সপেরিয়েন্স জোস ছিল, টু বি অনেস্ট। গিলবার্তো আসছে উইথ দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। সো এটা মাই ফার্স্ট টাইম সিইং দ্য ওয়ার্ল্ড কাপ ট্রফি। আমার খুব ভালো লাগছে।’
জাতীয় ফুটবল দলের অধিনায়ক হয়েও বিশ্বকাপ ট্রফি নিয়ে নিজের কৌতূহল লুকাননি জামাল। বিমানবন্দরে গণমাধ্যমের সামনে উচ্চতা এবং ওজন নিয়ে বলেন, ‘আমি তো মনে করছি ট্রফি একটু ছোট, বাট এটা আসলে অনেক বড়। আর জিজ্ঞেস করছি মানে ওয়েট কেমন? সো অলমোস্ট ৭ কেজি পিওর গোল্ড। সো এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল।’ এই ট্রফি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা মনে করে জামাল বলেন,‘যেহেতু ট্রফি আসছে বাংলাদেশ, লেট দিস বি অ্যান ইন্সপিরেশন টু অল দ্য ফুটবলার্স যারা হার্ড ওয়ার্ক করতে পারে, প্র্যাকটিস... হুএভার ওয়ান্টস টু বি আ ফুটবলার। বাট দিস ট্রফি, আমি মনে করি আরও মোটিভেশন আসবে।’
জামাল ভূঁইয়া ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্যকে কাছে পেয়ে তাই তিনি বেশি খুশি। ২০২৬ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমি ছোটবেলা থেকে আমি ব্রাজিলকে ফলো করছি কারণ আমার ফার্স্ট ফেভারিট প্লেয়ার ছিল রোনালদো। আর স্পেশালি যেমন আমি গিলবার্তোর সামনে বলছি, মানে স্পেশালি দ্য টিম ২০০২। ইয়েস, ওই টিমে গিলবার্তো ছিল। তো স্পেশালি এই টিমটা আমাকে অনেক ইন্সপায়ার করছে কারণ ওই সময় আমার বয়স ছিল ১২ বছর। অফকোর্স আমি চাই ডেনমার্ক কারণ ডেনমার্ক তো যেখানে আমার জন্ম। বাট ডেনমার্ক যদি না পারে, দেন অফকোর্স আমি চাই ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চাই।’