হার্ভার্ডের করছাড় সুবিধা বাতিল করবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
  ০৩ মে ২০২৫, ১১:৫০

হার্ভার্ড ইউনিভার্সিটির করমুক্ত মর্যাদা বাতিলের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের
শুক্রবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‌‘আমরা হার্ভার্ডের করমুক্ত মর্যাদা বাতিল করতে যাচ্ছি। এটাই তাদের প্রাপ্য!’
যদিও তিনি এই পদক্ষেপ কবে নেবেন তা স্পষ্ট করেননি।
চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বড় বড় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে চলেছেন।
এরইমধ্যে ফেডারেল তহবিল স্থগিত করা, তদন্ত শুরু করা, স্টুডেন্ট ভিসা বাতিল করার মতো পদক্ষেপ নিয়েছেন তিনি।
ট্রাম্পের মতে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ‘ইহুদিবিরোধী’, ‘বিরোধী-আমেরিকান’, মার্ক্সবাদী ও ‘চরম বামপন্থী’ আদর্শে ‘আক্রান্ত’।
হার্ভার্ড এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যুক্তরাষ্ট্রে গবেষণা তহবিল বন্ধের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।
ট্রাম্পের উচ্চশিক্ষা নীতির প্রতিবাদে দুই শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ সভাপতির সঙ্গে যুক্ত হয়ে প্রতিবাদ জানিয়েছে হার্ভার্ড।