যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সত্যি কথা বলতে, আমি শুনেছি সে (জোহরান মামদানি) সুবিধার মানুষ না। আমার মনে হয় নিউইয়র্কের মানুষ পাগল। যদি তারা এই পথে যায় (মামদানিকে নির্বাচিত করে), আমি মনে করি তারা পাগল। খবর নিউইয়র্ক পোস্ট।
মামদানি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞেষ করে তিনি বলেন, মামদানি হলো কমিউনিস্ট। আমাদের শেষ যা প্রয়োজন তা হলো একজন কমিউনিস্ট!
মামদানি নির্বাচিত হলে অর্থ দেবেন না জানিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয় তার সঙ্গে আমাদের অনেক মজা হবে। কারণ অর্থ পেতে হলে তাকে হোয়াইট হাউসের ভবনের মধ্যে দিয়ে যেতে হবে। ভয় পাবেন না, সে কিছু নিয়ে যেতে পারবে না।
ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারী নির্বাচনে জয় লাভ করেছেন। নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে প্রাইমারী নির্বাচনে হারিয়েছেন মামদানি। এখন তিনি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে মেয়র নির্বাচনে লড়াই করবেন।
৩৩ বছর বয়সী মামদানি যদি মেয়র নির্বাচিত হন তাহলে নিউইয়র্কের ইতিহাসে তিনি প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন।