নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে নিয়ে কটাক্ষ করলেও তার নির্বাচনে জয়ের সম্ভাবনা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে এক নৈশভোজের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তিনি (মামদানি) এখন হানিমুন পিরিয়ডে আছেন। হয়তো নিউইয়র্ক সিটির মেয়র হয়ে যেতে পারেন, তবে সবকিছু হোয়াইট হাউস থেকেই চলে। আমাদের কাছ থেকে অর্থ সহায়তা চাইলে, তাকে ভদ্র আচরণ করতে হবে।”
সম্প্রতি ডেমোক্রেটিক প্রার্থী মামদানি ঘোষণা দেন— গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, সেই অনুযায়ী নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে।
মামদানির ওই ঘোষণার পর থেকেই রিপাবলিকান মহলে সমালোচনার ঝড় ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্পও তার বক্তব্যকে বিপজ্জনক উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করেন, তিনি যদি এভাবে চলেন, তাহলে বড় সমস্যায় পড়বেন।
অন্যদিকে, নেতানিয়াহু মামদানির মন্তব্য নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। সাংবাদিকদের তিনি বলেন, এটা হাস্যকর ও গুরুত্বহীন। পৃথিবীতে এখন অনেক পাগলামি চলছে, এটা তারই অংশ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও তিনি ২০২৬ সালের নির্বাচনের প্রচারে ট্রাম্পের সঙ্গে নিউইয়র্ক সফরের ইঙ্গিত দিয়েছেন।