নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানির জয় ঠেকাতে তার বিরোধীরা ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে এবিসি৭ এনওয়াই ডটকম।
সংবাদমাধ্যমটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
দেশের সবচেয়ে জনবহুল নগরের মেয়র হওয়ার লড়াইয়ের প্রথম ধাপ বেশ ভালোভাবে পেরিয়েছেন কুইন্সের অ্যাসেম্বলি ম্যান মামদানি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে বড় ব্যবধানে হারিয়ে চূড়ান্ত নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন তিনি।
নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ব্যক্তি চূড়ান্ত নির্বাচনে বিজয়ী হবেন বলে ধরে নেওয়া হয়। সে হিসাবে মামদানিকেও সিটির ভাবী মেয়র ধরে নিতে পারেন অনেকে, তবে নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামস ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর মতো প্রভাবশালী দুই প্রতিদ্বন্দ্বী মামদানির লড়াইটা কঠিন করে দিতে পারেন।
এবিসি৭ এনওয়াই ডটকমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত ভোটে মামদানিকে ঠেকাতে প্রচলিত একটি কৌশলে এগোচ্ছেন অ্যান্ড্রু কুওমো। সিটি হলের দখল নিতে মামদানির প্রতিদ্বন্দ্বীদের এক ছাতার নিচে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
মামদানির সব প্রতিদ্বন্দ্বী স্বাধীনভাবে আয়োজন করা ভোটের ফলকে সম্মান দেখাবেন—এমন একটি পরিকল্পনা বাতাসে ভাসছে। সে পরিকল্পনা অনুযায়ী, যিনিই ভোটে শীর্ষে থাকবেন, তিনিই চূড়ান্ত নির্বাচনে মুখোমুখি হবেন ডেমোক্র্যাট তরুণ তুর্কির। বাকিরা তাকে সমর্থন দেবেন, যাতে করে বিরোধীদের ভোট ভাগ না হয়।
প্রাইমারিতে মামদানির কাছে পরাজিত কুওমো পরিকল্পনাটি বাস্তবায়নে সমর্থন দেবেন বলে জানতে পেরেছে এবিসি৭ এনওয়াই।
কুওমোর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মেয়র অ্যাডামসের জয়ের কোনো পথ আমরা দেখছি না। এখনই সময় গতানুগতিক রাজনৈতিক স্বার্থপরতাকে দূরে রেখে সব নিউ ইয়র্কারের জন্য সত্যিকার অর্থে সবচেয়ে ভালো কাজটি করার বিষয়ে একমত হওয়ার।’
এ বক্তব্যের জবাবে দিতে সময় নেননি মেয়র এরিক অ্যাডামস। কুওমোর সমালোচনা করে তিনি বলেন, গভর্নর হিসেবে কুওমোর সময়কার ক্ষতিগুলো যেন কেউ ভুলে না যান। তিনি ত্রুটিপূর্ণ জামিন সংস্কার চেষ্টায় নেতৃত্ব দেন। কোভিডের সময় নিউ ইয়র্কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের রক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি।
অ্যাডামস আরও বলেন, কুওমো তখনও ব্যর্থ হয়েছেন। এখনও নিউ ইয়র্কবাসীর আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ তিনি।
মতামত যাচাইয়ে ভোটের বিষয়ে অবগত মামদানির আরেক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান কার্টিস স্লিউয়া।
তিনি এবিসি৭ এনওয়াই ডটকমকে বলেন, এ ধরনের ভোটের বিষয়ে আগ্রহী নন তিনি।