সংবাদ সম্মেলনে শেরিফ

লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টে ১৬৮ বছরে সবচেয়ে প্রাণঘাতী বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
  ১৯ জুলাই ২০২৫, ১৪:১৫

শেরিফের ভাষ্য, তিনি সংবাদ সম্মেলনের মঞ্চে আসার মাত্র কয়েক মিনিট আগে তদন্তকারীদের জন্য নিরাপদ মনে করা হয় ঘটনাস্থলকে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একটি প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার এক বিস্ফোরণে তিন ডেপুটি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সিবিএস নিউজ জানায়, লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টে ১৬৮ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বিস্ফোরণটি হয় প্যাসিফিক সময় শুক্রবার সকাল সাড়ে সাতটার ঠিক আগে। বিস্ফোরণস্থলটি ছিল ইস্ট লস অ্যাঞ্জেলেসের বিসকেইলুজ সেন্টার ট্রেনিং অ্যাকাডেমিতে, যেটি চালু হয় ২০১৭ সালে।
কাউন্টি শেরিফ রবার্ট লুনা শুক্রবার এক সংবাদ সম্মেলনে ঘটনাটি কীভাবে ঘটল, সে বিষয়ে করা প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।
শেরিফের ভাষ্য, তিনি সংবাদ সম্মেলনের মঞ্চে আসার মাত্র কয়েক মিনিট আগে তদন্তকারীদের জন্য নিরাপদ মনে করা হয় ঘটনাস্থলকে। লুনা বলেন, ‘আমরা যা জানি, তার চেয়ে অনেক বেশি বিষয় সম্বন্ধে আমরা জানি না।’
তিনি জানান, বিস্ফোরণের সময় ডেপুটিরা কী করছিলেন, তা নিয়ে মন্তব্য করার সময় হয়নি।
শোকাহত পরিবারগুলোর কথা উল্লেখ করে প্রাণ হারানো ডেপুটিদের নামও উল্লেখ করেননি লুনা।
তিনি জানান, বিস্ফোরণে প্রাণ হারানো তিনজন ডেপুটির মধ্যে দুজনের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন।
শেরিফ আরও জানান, বিস্ফোরণে শেরিফ ডিপার্টমেন্টের কোনো সদস্য আহত বা হাসপাতালে ভর্তি হননি।
লুনার তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টে ১৮৫৭ সালের পর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা ছিল শুক্রবারের বিস্ফোরণটি।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রতিষ্ঠা সাল ১৮৫০।