যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ি জনতার ভিড়ে চালিয়ে দেওয়ার ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির দমকল বিভাগ। খবর আল-জাজিরার।
শনিবার (১৯ জুলাই) লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, আট থেকে ১০ জন গুরুতর এবং আরও ১০ থেকে ১৫ জনের অবস্থা তুলনামূলকভাবে ভালো।
ঘটনাটি ঘটেছে সান্তা মনিকা বুলেভার্ডে, শহরের ইস্ট হলিউড এলাকায়।
এলএএফডি জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে রাস্তা এবং ফুটপাতে আহতদের চিকিৎসা করা হচ্ছে। কয়েকজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় সময় রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ১২৪ জন দমকলকর্মী ঘটনাস্থলে সহায়তা করেছেন।