ডেমোক্র্যাটিক পার্টির নিউ ইয়র্কের দুই শীর্ষ নেতা চাক শুমার ও হাকিম জেফ্রিজ এখনও নিজেদের অবস্থান পরিষ্কার না করলেও আগের জায়গা থেকে সরে এসে জোরান মামদানিকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন স্টেইটের গভর্নর ক্যাথি হোকুল।
গভর্নরের সাম্প্রতিক বক্তব্যে এমন আভাস পাওয়া গেছে।
একই সময়ে মামদানিকে সমর্থন ঘোষণা করেছেন সাবেক সিটি মেয়র বিল ডি ব্ল্যাজিও।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শীর্ষ নেতারা প্রকাশ্য এনডোর্স না করলেও জয় পাবেন মামদানি।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিপুল ভোটে জিতেছেন তরুণ প্রার্থী জোরান মামদানি। এতে হেরেও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচন করবেন বর্তমান ডেমোক্র্যাটিক মেয়র এরিক অ্যাডামসও।
ডেমোক্র্যাটদের এ ত্রিমুখী লড়াইয়ে স্পষ্টত দ্বিধাবিভক্ত নীল শিবির।
এদিকে প্রাইমারিতে জিতেও ডেমোক্র্যাটিক পার্টির লিডারদের মন জয় করতে পারছেন না মামদানি।
নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সিনেট মাইনোরিটি লিডার চাক শুমার, হাউজ মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিজ, আরেক সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড ও গভর্নর ক্যাথি হোকুলের কেউই এখন পর্যন্ত মামদানিকে এনডোর্স করেননি।
হাকিম জেফ্রিজের সঙ্গে দুই দফা বৈঠক করেও সমর্থন আদায় করতে পারেননি মামদানি, তবে পহেলা সেপ্টেম্বর লেবার ডে প্যারেডে গভর্নর ক্যাথি হোকুলের বক্তব্যে আভাস পাওয়া গেছে, আগামী দিনে মেয়র হিসেবে মামদানির সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
মামদানিও বলছেন, গভর্নর আর মেয়রের মধ্যে কোনো যুদ্ধ নয়; একসঙ্গে কাজ করার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান তিনি।
প্রতিদ্বন্দ্বী কুওমো মনে করেন, তার লুটেন্যান্ট গভর্নর হিসেবে ক্যাথি হোকুলকে রাজনীতিতে তিনিই প্রতিষ্ঠা করেছেন। তাই হোকুল তার বিরুদ্ধে যাবেন না।
শীর্ষ নেতাদের সমর্থন না পেলেও এখন পর্যন্ত ৬৭টি লেবার ইউনিয়ন, ৯ স্টেইট সিনেটর, ১৭ জন অ্যাসেম্বলি মেম্বার এবং ১৬ জন সিটি কাউন্সিলরের এনডোর্স পান মামদানি।
এসব সমর্থন তার জয়ের জন্য যথেষ্ট বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
এদিকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানি সঠিক পথে আছে বলেই মনে করছেন সাবেক মেয়র বিল ডি ব্ল্যাজিও।
চূড়ান্ত নির্বাচনের বাকি আর মাত্র দুই মাস। এর মধ্যে আলোচিত এ নির্বাচনকে ঘিরে রাজনীতির অনেক অঙ্ক পরিবর্তন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।