২৬ জানুয়ারি শুরু হচ্ছে ট্যাক্স রিটার্ন দাখিল

যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্যাক্স রিফান্ড, ফর্ম ‘শিডিউল ওয়ান-এ’ বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৮

২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনেক ট্যাক্সদাতার জন্য ট্যাক্স রিফান্ড প্রত্যাশার চেয়েও বেশি হতে পারে। ২০২৫ সালের ফেডারেল ট্যাক্স আইনে বড় ধরনের পরিবর্তনের প্রভাব পড়ছে ২০২৬ সালের ফাইলিং মৌসুমে। তবে এই সম্ভাব্য সুখবরের পাশাপাশি থাকছে জটিলতা এবং কিছু ক্ষেত্রে বিলম্বের আশঙ্কাও।
আইআরএস জানিয়েছে, ২০২৫ সালের ট্যাক্স রিটার্ন দাখিলকারীদের ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিগত ট্যাক্সদাতাকে আর কাগজের চেকের মাধ্যমে রিফান্ড দেওয়া হবে না। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিটই হবে প্রধান মাধ্যম।
যাঁরা ডাইরেক্ট ডিপোজিটের তথ্য না দিয়ে রিটার্ন জমা দেবেন, তাঁদের রিফান্ড পেতে বিলম্ব হতে পারে। আইআরএস এমন ক্ষেত্রে চিঠি পাঠিয়ে ব্যাংক তথ্য চাইবে। ছয় সপ্তাহ পরও তথ্য না পেলে সুদ এড়াতে কাগজের চেক ইস্যু করা হতে পারে।
২০২৫ সালের ট্যাক্স রিটার্ন দাখিলের মৌসুম শুরু হচ্ছে আগামী ২৬ জানুয়ারি। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস জানিয়েছে, যারা সবার আগে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দ্রুত রিফান্ড পেতে চান, তাদের এখনই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আইআরএস জানিয়েছে, চলতি বছর ব্যক্তিগত আয়ের প্রায় ১৬ কোটি ৪০ লাখ ট্যাক্স রিটার্ন জমা পড়তে পারে। এর বড় একটি অংশই ইলেকট্রনিক পদ্ধতিতে দাখিল করা হবে বলে ধারণা সংস্থাটির।
আইআরএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গড় ফেডারেল ট্যাক্স রিফান্ড ছিল ৩ হাজার ৫২ ডলার। নতুন ট্যাক্স ছাড় কার্যকর হওয়ায় ২০২৬ সালে এই অঙ্ক আরও বাড়তে পারে, বিশেষ করে যাঁরা নতুন ডিডাকশনগুলোর আওতায় পড়বেন।
২০২৫ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর অনেক ট্যাক্স ছাড় ১ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হয়েছে। ফলে এগুলোর পুরো প্রভাব পড়বে ২০২৬ সালের রিফান্ডে।
ফর্ম ‘শিডিউল ওয়ান-এ’ ছাড়া রিফান্ড নয়
২০২৫ সালের ট্যাক্স রিটার্ন দাখিলের সময় নতুন দুই পাতার ফর্ম ‘শিডিউল ওয়ান-এ’ পূরণ করা বাধ্যতামূলক হবে। ওভারটাইম আয়, টিপস ইনকাম, গাড়ি ঋণের সুদ এবং ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য নতুন ট্যাক্স ছাড় দাবি করতে এই ফর্ম প্রয়োজন। ডিসেম্বরের শেষে ফর্মটির খসড়া প্রকাশ হলেও চূড়ান্ত ফর্ম ছাড়া রিটার্ন দাখিল করা যাবে না।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ট্যান্ডার্ড ডিডাকশন নেওয়া হলেও এই নতুন ট্যাক্স ছাড়গুলো দাবি করা যাবে।
ট্যাক্স রিটার্ন জমার শেষ সময় ১৫ এপ্রিল
আইআরএসের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। একই সময়ের মধ্যেই যাদের ট্যাক্স পরিশোধ বাকি রয়েছে, তাদের সেটিও পরিশোধ করতে হবে। 
কেন এবারের ট্যাক্স মৌসুম ভিন্ন হতে পারে
২০২৫ সালে আইআরএস ব্যাপক কর্মী ছাঁটাই ও নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বর্তমানে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট একই সঙ্গে ভারপ্রাপ্ত আইআরএস কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন করে আইআরএসের সিইও পদ সৃষ্টি করে সেখানে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার ফ্র্যাঙ্ক বিসিগনানোকে নিয়োগ দেওয়া হয়েছে। এই অস্বাভাবিক কাঠামোর কারণেই এবারের ট্যাক্স মৌসুমকে ‘সাধারণ বছরের মতো নয়’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
কারা বেশি রিফান্ড পেতে পারেন
হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট দাবি করেছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় রিফান্ড সাইকেল দেখা যেতে পারে। তবে ট্যাক্স ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, এই সুবিধা সবার জন্য সমান হবে না।
নতুন আইনে নির্দিষ্ট আয়ের মানুষদের জন্য লক্ষ্যভিত্তিক ছাড় দেওয়া হয়েছে। ফলে কারও রিফান্ড কয়েকশ ডলার বাড়তে পারে, আবার কারও ক্ষেত্রে তা হাজার ডলারেরও বেশি হতে পারে। সঠিক পরিস্থিতিতে গড় রিফান্ড ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
যেসব ট্যাক্স ছাড় রিফান্ড বাড়াতে পারে
৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ৬ হাজার ডলারের ডিডাকশন চালু হয়েছে, যা নির্দিষ্ট আয়ের পর ধাপে ধাপে কমে যাবে। যুক্তরাষ্ট্রে অ্যাসেম্বল করা নতুন গাড়ি কিনে ২০২৫ সালে নেওয়া গাড়ি ঋণের সুদের ওপর সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে। নির্দিষ্ট সীমার বেশি আয় হলে এই সুবিধা মিলবে না।
এছাড়া টিপস ইনকাম থেকে সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং ওভারটাইম আয়ের ওপর একক ফাইলারের জন্য ১২ হাজার ৫০০ ডলার ও যৌথ ফাইলারের জন্য ২৫ হাজার ডলার পর্যন্ত ডিডাকশন যুক্ত হয়েছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত বেড়েছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন একক ফাইলারের জন্য ৭৫০ ডলার ও যৌথ ফাইলারের জন্য ১ হাজার ৫০০ ডলার বৃদ্ধি পেয়েছে।
কাগজের চেক প্রায় বন্ধ, ডাইরেক্ট ডিপোজিট বাধ্যতামূলক
২০২৫ সালের রিটার্ন থেকে অধিকাংশ ট্যাক্সদাতার জন্য কাগজের চেক বন্ধ করছে আইআরএস। যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাঁদের জন্য প্রিপেইড ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেট ব্যবহারের সুযোগ থাকবে, তবে সীমিত ব্যতিক্রম প্রযোজ্য হবে।
আইআরএস জানিয়েছে, আগের বছর মাত্র ৭ শতাংশ রিফান্ড ডাকযোগে চেকের মাধ্যমে দেওয়া হয়েছিল।
আইআরএস সাধারণত ই-ফাইল করা রিটার্নের ক্ষেত্রে ২১ দিনের কম সময়ের মধ্যেই রিফান্ড দেয়, বিশেষ করে ডাইরেক্ট ডিপোজিট হলে। তবে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট দাবি করা রিটার্নের ক্ষেত্রে আইন অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝির আগে রিফান্ড দেওয়া হয় না।
আগেভাগেই প্রস্তুতির পরামর্শ
বিশেষজ্ঞদের মতে, এবারের ট্যাক্স মৌসুম সাম্প্রতিক বছরগুলোর তুলনায় আলাদা হতে যাচ্ছে। তাই দেরি না করে আগেভাগেই নিয়মগুলো বুঝে নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা এবং ডাইরেক্ট ডিপোজিটের ব্যবস্থা করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।