বাংলার হাজার বছরের প্রাচীন এক নগরী মুন্সীগঞ্জের নাটেশ্বর
superadmin
  ১২ জুলাই ২০২৫, ১৩:৫৭
নাটেশ্বর — প্রাচীন বাংলার এক বিস্ময়কর প্রত্নস্থল, যেখানে সময়ের গায়ে লেখা আছে হাজার বছরের ইতিহাস। মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী ইউনিয়নের নাটেশ্বর গ্রামে আবিষ্কৃত এই বৌদ্ধ নগরী ছিল একটি সুসংগঠিত শহর, যার কেন্দ্রবিন্দুতে ছিল বিশাল মহাবিহার, ইটের তৈরি রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং স্থাপত্যশৈলীর অমূল্য নিদর্শন।