জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধিদল

গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখতে সহযোগিতার আশ্বাস

ডেস্ক রিপোর্ট
  ১১ ডিসেম্বর ২০২৪, ২২:৪২

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ন্যায়বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানিয়েছে তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠকে এই কথা জানান তারা। এর আগে ট্রাইব্যুনালের তিন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন ১৫ সদস্যের প্রতিনিধিদল।
প্রসিকিউটররা জানান, এই দলে তুরস্কের সাবেক বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। যাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনা নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি-জামায়াত নেতাদের বিচার চলাকালীন ন্যায়বিচার নানা প্রশ্ন তোলে এরদোয়ান সরকার। তখন তুর্কি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সফর করেছিলেন এই প্রতিনিধিদলের বেশ কয়েকজন। তবে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেদিন ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।