বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশালের গোরস্থানের ওপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, ২৫ মার্চ মধ্যরাতের পরপরই যখন তিনি খবর পেয়েছিলেন যে, ঢাকায় পাকবাহিনী জনগণের ওপর আক্রমণ করেছে, তখন তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানি সৈন্যের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে ঘোষণা করে বলেছিলেন—আমরা বিদ্রোহ করলাম।’
জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান প্রথম বিদ্রোহী। প্রথম প্রধান প্রতিরোধকারী, স্বাধীনতার ঘোষণাদানকারী, প্রথম সেক্টর কমান্ডার, একমাত্র সেনানায়ক। তিনি শুধু এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন না, তিনি ১১ নম্বর সেক্টরেরও কমান্ডার ছিলেন, যে সেক্টরে আমি সৈন্য ছিলাম।’
এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন প্রমুখ।
সমাবেশ শেষে নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।