মানুষের ভালোবাসা চলে গেলে নেতার মৃত্যু হয়: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট
  ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭

সরকারি ছত্রছায়ায় রাজনৈতিক দল হলে তা কতটা গ্রহণযোগ্য হবে সেটা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। গণমাধ্যম এখন অনেক সজাগ। যদি কিংস পার্টি কেউ করতে চায়, সেটা মানুষ গ্রহণ করবে কি করবে না সেই স্বাধীনতা আছে। বাংলাদেশে মানুষ কোনো ধরনের রাজনীতি দেখতে চায়, তা আমাদের তরুণ প্রজন্ম দেয়াল লিখনিতে স্পষ্ট করেছে।
তিনি আরও বলেন, দেশটা কারো বাপের না। বাংলাদেশের মানুষ নতুনভাবে এখন রাজনীতি দেখতে চাইছে, কোনো বিশেষ দলের লেজুড়বৃত্তিক রাজনীতি দেখতে চায় না। সরকারি ছত্রছায়ায় যদি রাজনৈতিক দল হয়, কতটুকু গ্রহণযোগ্য হবে তা মানুষই নির্ধারণ করবে। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এটা বলবো মানুষের ভালোবাসায় নেতা তৈরি হয়। মানুষের ভালোবাসা চলে গেলে একজন নেতার মৃত্যু হয়।
এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান নিজেই বলেছেন অর্থনৈতিক অবস্থা খারাপ। এই অবস্থায় প্রশাসনে কেন মহার্ঘ ভাতা দিয়েছে তা আমার জানা নেই। আশা করবো কোনো দাবি-দাওয়া না থাকার পরও কেন তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করতে হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি, আগামী জাতীয় নির্বাচন কবে হতে যাচ্ছে। এটি ভালো খবর। আমরা আরও বেশি আনন্দিত হতাম যদি কবের মধ্যে এই নির্বাচন হতে পারে তা পরিষ্কার করতেন।
রুমিন ফারহানা বলেন, ৫ আগস্টের পর থেকে নানান মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে ব্যস্ত। এই সরকার শান্তিতে দেশ পরিচালনা করবে সুযোগ দিতে তারা রাজি না। সেই জায়গা থেকে আমরা ও দেশের মানুষ বিশ্বাস করি একটি নির্বাচিত সরকার যত সহজে সমস্যা মোকাবিলা করতে পারে, অন্য সরকারের বেলায় এসব সহজে মোকাবিলা সম্ভব না।
এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন ও সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক বক্তব্য রাখেন।