উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন

ড. ইউনূসকে বিএনপি নেতা
ডেস্ক রিপোর্ট
  ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, উপদেষ্টাদের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর রয়েছেন তাদের বের করুন। আওয়ামী লীগের সঙ্গে, ফ্যাসিস্টদের সঙ্গে যাদের আঁতাত রয়েছে, তাদের ধরে ধরে এখনই জেলে ভরে দিন। যাতে আর কোনোদিন এই দেশে ফ্যাসিস্টের উৎপত্তি না হয়। আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি তাহলে নিহতদের নামে সরকারি প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের নামকরণ করা হবে। তাদের পরিবারের দায়ভার ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন নেবে। তাদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের চাকরি ও শিশুদের দায়িত্ব আমরা নেবো।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১৭ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।