সারদায় অব্যাহতিপ্রাপ্ত ৩১১ এসআই’র পদায়ন প্রশ্নে হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট
  ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ওই এসআইদের পৃথক ৫টি রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া।
রুলে প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে পদায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও একাডেমির অধ্যক্ষসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ–২০২৩ এর নিয়োগপ্রাপ্তদের অব্যাহতি দেওয়া হয়।
এ অবস্থায় চাকরি ফিরে পেতে ৫ ডিসেম্বর পৃথক পাঁচটি রিট করেন অব্যাহতিপ্রাপ্ত ৩১১ জন।