তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  ২০ ডিসেম্বর ২০২৪, ১২:১৯
আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩২

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লিকে হত্যার ঘটনায় তাবলিগ জামাতে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মুখপাত্র মুয়াজ বিন নুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মুয়াজ বিন নুর উত্তরার ৭ নম্বর সেক্টরের নুর মোহাম্মদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইস্কান্দার হাবিব জানান, টঙ্গী  ইজতেমা মাঠে তিন জনকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার তাবলিগ জামাতের জুবায়ের অনুসারী এক মুসল্লি মামলা দায়ের করেন। ওই মামলার মুয়াজ বিন নুর এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তারা ছিলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শূরায়ী নেজামপন্থি মাওলানা এস এম আলম হোসেন জিএমপি টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়।